বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ
পিসিপি’র গঠন পটভূমি ও বিকাশ
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ১৯৮৯ সালের ২০ মে ঢাকায় প্রতিষ্ঠা লাভ করেন। মূলত ওই বছর ৪ঠা মে লংগদু গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেদিনের পাহাড়ি ছাত্র সমাজ এ সংগঠনের জন্ম দিয়েছিলেন।
গঠনতন্ত্র
We bring the right people together to challenge established thinking and drive transform in 2020
শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবিনমা
সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি জানিয়ে ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি পিসিপি পদযাত্রা সহকারে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করে।
কেন্দ্রীয় কমিটি
২৪-২৫ মার্চ ২০২৩ দুই দিনব্যাপী খাগড়াছড়িতে ২৩ সদস্য বিশিষ্ট বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ২৬তম কেন্দ্রীয় কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
অংকন চাকমা
সভাপতি
- Phone:+1 (859) 254-6589
- Email:info@example.com
অমল ত্রিপুরা
সধারণ সম্পাদক
- Phone:০১৬১০১২৭০৪৭
- Email:info@example.com
শুভাশীষ চাকমা
সাংগঠনিক সম্পাদক
- Phone:+1 (859) 254-6589
- Email:info@example.com
যাদেরকে আমরা হারিয়েছি
শত শহীদের আত্মত্যাগ ও সংগ্রামই আগামী দিনের বিজয়ের ইতিহাস !
শহীদ বিপুল চাকমা
সাবেক সভাপতি, পিসিপি, কেন্দ্রীয় কমিটি
১১ ডিসেম্বর ২০২৩ পানছড়ির অনিল চন্দ্র পাড়ায় সেনাবাহিনীর মদদে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীদের কর্তৃক গুলি করে হত্যা করা হয়। তিনি পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগ পযর্ন্ত তিনি গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
শহীদ এল্টন চাকমা
সহ-সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা শাখা
১৮ আগস্ট ২০১৮ খাগড়াছড়ি জেলা শহর স্বনির্ভর বাজারে রাষ্ট্রীয় বাহিনী মদদে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করা হয়।মৃত্যুর আগ পর্যন্ত তিনি পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
শহীদ সুনীল বিকাশ ত্রিপুরা
সহ-সভাপতি, পিসিপি, কেন্দ্রীয় কমিটি
১১ ডিসেম্বর ২০২৩ পানছড়ির অনিল চন্দ্র পাড়ায় সেনাবাহিনীর মদদে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীদের কর্তৃক গুলি করে হত্যা করা হয়। তিনি পিসিপ‘র ২৫তম কেন্দ্রীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক ও ২৬তম কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
শহীদ তপন চাকমা
ভারপ্রাপ্ত সভাপতি, খাগড়াছড়ি জেলা শাখা
১৮ আগস্ট ২০১৮ খাগড়াছড়ি জেলা শহর স্বনির্ভর বাজারে রাষ্ট্রীয় বাহিনী মদদে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর আগ পযর্ন্ত তিনি পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
শহীদ লিটন চাকমা
সাবেক দপ্তর সম্পাদক, খাগড়াছড়ি জেলা শাখা
১১ ডিসেম্বর ২০২৩ পানছড়ির অনিল চন্দ্র পাড়ায় সেনাবাহিনীর মদদে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীদের কর্তৃক গুলি করে হত্যা করা হয়।তিনি খাগড়াছড়ি সদর থানা শাখা ও পরে খাগড়াছড়ি জেলা শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালে গণতান্ত্রিক যুব ফোরামের যোগ দেন। তিনি মৃত্যু আগ পর্যন্ত গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি ছিলেন।
শহীদ মিঠুন চাকমা
সাবেক সভাপতি, পিসিপি, কেন্দ্রীয় কমিটি
৩ জানুয়ারি ২০১৮ সালের রাষ্ট্রীয় বাহিনীর সৃষ্ট সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে মিঠুন চাকমাকে তুলে নিয়ে গুলি করে খুন করে। তিনি পিসিপি’র সাবেক কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি ইউপিডিএফে যোগ দিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউপিডিএফে অন্যতম সংগঠক হিসেবে দায়িত্বরত ছিলেন।
যোগাযোগ
অফিস : স্বনির্ভর বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
অস্থায়ী অফিস : ২২/১ তোপখানা রোড, (৪র্থ তলা), ঢাকা-১০০।
ই-মেইল : gchthse@gmail.com, মোবাইল : ০১৬২৬৭৯৬২৭৬, ০১৬১০১২৭০৪৭
©2024 PCPCHT || ALL RIGHTS RESERVED