প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত চিঠি-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়
পুরাতন সংসদ ভবন
ঢাকা
তারিখ- ১৫ ফাল্গুন ১৪০৯, ২৭ ফেব্রুয়ারী ২০০৩
পত্র সংখ্যা-৬১.৩৯.১৬.০০.০০.৫.২০০২ (অংশ ৬) -২২
বিষয় : স্মারকলিপি প্রেরণ প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জনাব মিঠুন চাকমা, সাধারণ সম্পাদক, পাহাড়ি ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি, খাগড়াছড়ি কর্তৃক দাখিলকৃত স্মরকলিপি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এসঙ্গে পেরণ করা হলো।
১। সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২। সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
অনুলিপিঃ
জনাব মিঠুন চাকমা
হিল লিটারেচার ফোরাম
১২, আজিজ সুপার মার্কেট
শাহবাগ, ঢাকা-১০০০।
