সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি এবং মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে সংগঠিত হোন
বন্ধুগণ,
সালাম বরকত রফিকের মাতৃভাষা ‘বাংলা’র সংগ্রাম যখন আন্তর্জাতিক স্বীকৃতি পেল, তখন বিশ্বের বিভিন্ন দেশের জাতির মতই এদেশের অন্যান্য ভাষাভাষী জাতিসত্ত্বার লোকেরাও সেই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে।
দু’হাজার সাল থেকে প্রতিবছর ভাষা শহীদের লাল রক্তে রঞ্জিত ‘২১ ফেব্রুয়ারি’ বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত, এই অঞ্চলের জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলা ভাষাভাষী সকল মানুষের জন্যে গর্বের এবং আনন্দের। এই আনন্দ এবং গর্বের শরীক এদেশের অন্যান্য জাতিসত্ত্বার লোকেরাও।
কিন্তু বিশ্বের অন্যান্য জাতি ২১ শে ফেব্রুয়ারিতে স্ব-স্ব মাতৃভাষায় দিবস পালন করলেও এদেশের ৪০টিরও অধিক জাতিসত্ত্বার স্ব-স্ব মাতৃভাষা এখনও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়নি। এটি দেশের জন্যে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।
এদেশের জাতিসত্ত্বাগুলোর সাংবিধানিক স্বীকৃতি, শিক্ষানীতিতে জাতিসত্ত্বার ভাষা হরনেরই প্রতিফলন।
আমরা সকল জাতিসত্ত্বার জনগণ এবং এদেশের গণতন্ত্র প্রয়াসী সকল সংগঠনকে সকল জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে শরীক হওয়ার জন্যে আহ্বান জানাই।
পাহাড়ি ছাত্র পরিষদ
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল
উরাঁও ছাত্র সংগঠন
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন
সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম
অস্থায়ী কার্যালয়: ৬৮/পুরানা পল্টন, ঢাকা। ফোন: ৯৫৬১৩৩৭, জগন্নাথ হল ৩৭০, ৩২০,
তারিখ: ১৮.০২.২০০০