পিসিপি’র দাবিনামা

পিসিপি’র শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবি নামা :

 

১. পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে হবে।

২. জাতিসত্তার প্রতি অবমাননাকর যেকোন বক্তব্য পাঠ্যপুস্তক থেকে বাদ দিতে হবে ।

৩. পাহাড়ি জাতিসত্তার সঠিক ও সংগ্রামী রাজনৈতিক ইতিহাস সম্ভলিত পুস্তক পার্বত্য চট্টগ্রামের স্কুল ও কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করতে হবে ।

৪. বাংলাদেশের সকল জাতিসত্তার সংক্ষিপ্ত সঠিক তথ্য সম্ভবলিত পরিচিতিমূলক পুস্তক বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করতে হবে। 

৫. পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি কোটা চালু করতে হবে ।

 

রাজনৈতিক সংক্রান্ত পাঁচ দফা দাবি নামা :


১। সাংবিধানিক গ্যারান্টিসহ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রদান করতে হবে।

২। (ক) পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে।

(খ) বেআইনি অনুপ্রবেশকারীদের পার্বত্য চট্টগ্রাম থেকে সরিয়ে অন্যত্র সম্মানজনকভাবে পুনর্বাসন করতে হবে।

(গ) বান্দরবানে নতুন সেনানিবাস তৈরির জন্য ৫৪ হাজার একর জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। 

৩।(ক) ভারত প্রত্যাগত পাহাড়ি শরণার্থীদের পুনর্বাসন ও স্ব-স্ব জায়গা জমি ফেরত দিতে হবে।

(খ) পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত করতে হবে।

(গ) অভ্যন্তরীণ পাহাড়ি উদ্ভাস্তুদের পুনর্বাসন করতে হবে।

(ঘ) কাপ্তাই লেকের নির্দিষ্ট জলসীমা নির্ধারণ করতে হবে এবং চাষের মৌসুমে প্রয়োজনমত পানি করতে হবে। 

৪।(ক) সকল ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও ভাষার স্বীকৃতি প্রদান করতে হবে।

(খ) সকল ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে।

(গ) বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও বিসিএস’সহ অন্যান্য চাকরীর ক্ষেত্রে পাহাড়িদের কোটা বৃদ্ধি করতে হবে।

(ঘ) মেডিক্যাল, বিআইটি ও কৃষি কলেজসমূহের কোটা সেনা নিয়ন্ত্রণ মুক্ত করে মেধাক্রমানুসারে পাহাড়ি ছাত্র-ছাত্রীদের ভর্তি করাতে হবে।

৫। (ক) এযাবৎ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল গণহত্যার বিচার ও দোষী ব্যাক্তিদের শাস্তি দিতে হবে এবং সকল গণহত্যার শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

(খ) পার্বত্য আপোষচুক্তির পর এযাবৎ পুলিশ ও জেএসএস সন্ত্রাসীদের হাতে ইউপিডিএফ ও পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী, সমর্থকদের খুনের বিচার ও জেএসএস-এর অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

(গ) ইউপিডিএফ ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।