ছবিঘর সমস্তপ্রতিষ্ঠাবাষিকীসম্মেলনআন্দোলন ভমিরক্ষা আন্দোলন ৪ মে লংগদু গণহত্যার প্রতিবাদে ঢাকায় পিসিপি’র প্রথম মৌন মিছিল, ২১ মে ১৯৮৯। প্রথম কেন্দ্রীয় সম্মেলনের মিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন প্রদক্ষিণ করছে, ১৯৯১ লোগাং হত্যাযজ্ঞের প্রতিবাদে পদযাত্রায় হাজার হাজার মানুষের ঢল। ২৮ এপ্রিল ১৯৯২। নানিয়াচর হত্যাযজ্ঞের শহীদদের সম্মান প্রদর্শন করছেন তৎকালীন পিসিপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক প্রসিত বিকাশ খীসা ও করুণাময় চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। ১৯ নভেম্বর ১৯৯৩, নানিয়াচর অত্যাচারী শাসক-শোষকের অন্যায় ১৪৪ ধারা উপেক্ষা করে পুলিশের নিক্ষেপ করা টিয়ার গ্যাসের শেল কুড়িয়ে নিচ্ছে পিসিপি’র দুর্দান্ত সাহসী সেনানীরা। ১০ ফেব্রুয়ারী, ১৯৯৪, খাগড়াছড়ি। পিসিপি কর্মীদের সংগৃহীত টিয়ার গ্যাসের শেল খুঁটিয়ে দেখছেন তৎকালীন সভাপতি প্রসিত বিকাশ খীসা। ১১ ফেব্রুয়ারী, ১৯৯৪, খাগড়াছড়ি।